March 18, 2025, 2:39 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। সোমবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে “সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আতিকুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন প্রমূখ।#
এস মিজানুল ইসলাম।