December 26, 2024, 12:19 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার আড়–য়া গ্রামে ৫সেপ্টেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে একটি গাজা গাছ সহ আনোয়ার আলী সরদার (৫৫)কে আটক করে ভেরচি পুলিশ ক্যাম্পের।
অভিযোগ সুত্রে জানাগেছে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন নির্দেশে ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঈনুর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৫সেপ্টেম্বর ভোর রাতে সুফালাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে অভিযান চালিয়ে জাবের আলী সরদার এর ছেলে আনোয়ার আলী সরদার (৫৫)কে আটক করা হয়। আটককৃতের বসতঘরের পশ্চিম পার্শ থেকে একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।