April 19, 2025, 9:16 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে এক কেজি গাঁজাসহ রিয়াজ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদীঘি ইউনিয়নের ফকির পাড়া গ্রামে মেসার্স গ্রাম বাংলা ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রিয়াজ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোড়স্থান পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে বলে জানা যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেসার্স গ্রাম বাংলা ফিলিং স্টেশনের পাশে আজিজার রহমান এর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় তার কাছে থাকা এক কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত এক কেজি গাঁজার মূল্য ধরা হয়েছে আনুমানিক ১০ হাজার টাকা।
পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।