June 3, 2023, 9:21 pm
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বগা ফেরিঘাট থেকে দের কেজি গাঁজা সহ হাসিব নামের এক যুবককে গ্রেফতার করেছে বগা ফাড়ির তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ সুত্রে, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নতুন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম), (পিপিএম), এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ), পটুয়াখালীর তদারকিতে শুক্রবার (০২’রা সেপ্টেম্বর-২০২২ ইং) তারিখ বাউফল থানাধীন বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই(,নিঃ) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ বগা ফেরিঘাট চেকপোষ্ট ডিউটি করা কালে হাসিব সরদার কে আটক করেন এবং তার নিকট হইতে দের কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ তথ্যমতে আটককৃত হাসিব বাউফল থানার অলিপুরা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেরাজ আলী সরদার, ও মাতা-শাহিদা বেগমের ছেলে।
আটককৃত আসামির বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (২০১৮) এর (৩৬) মামলা করা হয়। যাহার মামলা নং-০৩, মামলাটি সারনী (১), ১৯ এর (ক) ধারায়-রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।