January 22, 2025, 11:57 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ত্রিশালের মেধাবী রাজনীতিবিধ ফজলে রাব্বি বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দও পরিবেশ রাখতে হবে।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ শ্রেণি চুড়ান্ত খেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও।
কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এর(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দুরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তাদেরও অগ্রনী ভূমিকা রাখতে হবে। সুশিক্ষা তোমরা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করবে, জাতিকে উন্নত করবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহনের মধ্য দিয়ে সু নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির এসময় যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করার আহবান জানিয়ে বলেন- যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে এবং খেলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
স্থানীয় সমাজ সেবক ও উপস্থাপক রাশেদুল ইসলাম ছোট্রর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাঁঠাল ইউপি চেয়ারম্যান নুরে আলম ছিদ্দীকী,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর তরফদার,৯ নং ওয়ার্ড সভাপতি নাজমুল হুদা,
ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সদস্য কামরুজ্জামান মিন্টু সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলার ফলাফল প্রকাশের পর ৯ম শ্রেণি বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন।