September 9, 2024, 5:51 pm
আঃ হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২৯ লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় মধুপুর থানাধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই, হুমায়ুন ফরিদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার (৩১আগস্ট) রাত আনুমানিক ১০ ঘটিকায় মধুপুর থানাধীন গাছাবাড়ী জলছত্র এলাকায় মাদক অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার জলছত্র (গাছাবাড়ী) গ্রামের ধীরেনদের ছেলে লিটনদে(৪৯)কে গ্রেফতার করে । এবং তার নিকট হতে ২৯ (ঊনত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ, যার মূল্য অনুমান ৭,২৫০/- (সাত হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।