December 6, 2024, 10:53 pm
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকীতে যোগ দেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড হতে দুপুর থেকেই বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শান্তিপর্ণ ভাবে সমাবেশ স্হলে উপস্হিত হতে থাকে। পরে সমাবেশটি এক জনসমুদ্রে পরিনত হয়। বিকেলে মধুপুর হাট খোলা হোটেল আদিত্য সংলগ্ন এলাকায় সমাবেশটি অনুুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মধুপুর থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ সরকার সহিদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত মধুপুর সভার মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, হুমায়ুন কবীর তালুকদার, জয়নাল আবেদীন বাবলু, হবিবুর রহমান, মেহেদী হাসান মিন্জু, আব্দুল মান্নান, মিন্জুর রহমান নান্নু সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন আব্দুল মোতালেব।
বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করতে সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি সফল করার আহবান জানান।