November 11, 2024, 7:42 pm
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুনঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কোন প্রকার সারের সংকট নেই বলে জানান কৃষি অফিসার।
এবছর উপজেলায় আমন মৌসুমে ২৯ হাজার ৩০০ হেক্টর জমির বিপরীতে ১২১০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেন সরকার। তন্মধ্যে ১ হাজার ৮৪ মেট্রিক টন সার ইতোমধ্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এখনও মজুদ রয়েছে ১২৬ মেট্রিক টন সার। আবার আগামী মাসে বরাদ্দের আনুমানিক ৭৫০ মেট্রিক টন সার আসছে। এছাড়া উপজেলা কৃষি অফিস ৭৫০ মেট্রিক টন ইউরিয়া সারের অতিরিক্ত চাহিদা পত্র উপরে পাঠিয়েছেন বলে জানা গেছে। কিন্তু তারপরও কিছু অসাধু ব্যবসায়ী মহল বিভিন্ন অপকৌশল ব্যবহার করে কৃত্রিম সার সংকট সৃষ্টির পায়তারা করছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির বলেন, আমাদের সারের কোন প্রকার সংকট নেই। কৃষকেরা যেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিসিআইসি ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে সার সংগ্রহ করে। তাছাড়া বর্তমানে বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাশাপাশি তারা যে কোনো সমস্যায় পড়লে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সাদেক হোসেনসহ সকল উপ-সহকারী কষি অফিসার নিজ নিজ দায়ীত্ব প্রাপ্ত এলাকায় সার্বক্ষণিক তদারকি করছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফের সাথে কথা হলে তিনি জানান, যাতে করে কালোবাজারির মাধ্যমে কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এজন্য আমরা বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।