December 9, 2023, 7:18 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২১ বোতল ফেনসিডিলসহ মলিন চন্দ্র বর্মন ও তার স্ত্রী শেফালী রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকার মলিন চন্দ্র বর্মন তার বাড়িতে বিপুল পরিমাণে মাদক মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩২১ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আটোয়ারী পুলিশ। মাদক নিয়ন্ত্রণে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।