December 7, 2024, 12:17 am
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মহিলা দলের উদ্যোগে স্থানীয় মানিকদীরে অনুষ্ঠিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম। উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাহজাহান। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক নাসরিন পারভিন মুক্তি,সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক লাভলী আক্তার,সদস্য কোহিনূর হাজারী, সুর্বণা হালিম ,আসমা খাতুন, শিমু ,আয়শা খাতুন, লিপি খাতুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা ও সদস্য সচিব বিপুল প্রাং প্রমুখ। সভায় বক্তারা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। এছাড়া আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে মহিলা দলের নেতাকর্মীদের শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। সভায় উপজেলা,পৌর ও ইউনিয়ন মহিলা দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।