June 3, 2023, 8:20 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বানারীপাড়ার কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিসার মেডিকেলে পড়ার খরচ দেওয়ার ঘোষনা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও হারিছাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ভ্যান চালকের কন্যা হারিছার লেখা পড়ার খরচ মেটাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। প্রধান শিক্ষক আবু বকার ছিদ্দিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, সাংবাদিক কলামিষ্ট সোহেল সানি, বিটিভির সাংবাদিক সুজন হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম, সংবর্ধিত মেডিকেল ছাত্রী সাদিয়া আফরিন হারিছা প্রমুখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।