March 25, 2025, 9:02 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলা বড়তারা ইউনিয়ন পরিষদ নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
প্রথম দিন ১ ২ ৩ নং ওয়ার্ড বাসি নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
দেশের নাগরিক হিসেবে নিজেকে গড়ায় বিভিন্ন গ্ৰাম থেকে ছুটে আসেন, অনেক তরুণ তরুণী।
তারা বলেন আমরা এই দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই আমার ভীষণ খুশি।
নির্বাচন কমিশন বলেন আজকের মত আমাদের কাজ শেষ।
বিগত দুদিন আমরা ৪ ৫ ৬ ৭ ৮ ৯ নং ওয়ার্ড কাজ শেষ করবো।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান নতুন ভোটার হালনাগাদ সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করছি।
তিনি আরো বলেন শৃঙ্খলা বজায় রাখতে অত্র ইউনিয়ন পরিষদে গ্ৰাম পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।
প্রথমদিন অনেক বড় লাইনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা ভোটার হালনাগাদ ও ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন এই তরুণ তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ।
সেখানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ ৯ ইউনিয়নের পুরুষ ও মহিলা মেম্বাররা।
তারা দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধিকে জানান আমরা এই তিন দিনে , ভোটার হালনাগাদ কাজ শেষ করবো।
সেখানে গিয়ে দেখা যায়, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণীরা বলেন, হয়তো এই গরমের মাঝে দাঁড়িয়ে থাকা একটু কষ্টদায়ক তবু ও আমরা অনেক খুশি,
বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই।