February 15, 2025, 5:40 pm
মোঃ হায়দার আলী, রাজশাহীঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলি তার সুফল ভোগ করতে শুরু করেছেন।
ঘর এবং জমি নেই এমন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১ জন। অপরদিকে জমি আছে, ঘর নেই এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি। সর্বমোট আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে পর্যায়ক্রমে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বাড়ীর মালিকানা পাওয়া কাউসার আলী, জোসেফ, বাসন্তি সরেন, হারেসা বেগম, আজম আলী খান, শিল্পি খাতুন, কাজলী হেমরুন, লক্ষিমনি কিংকু, মিলন আলীসহ ২০ জনের দলিলপত্র দেখেন এবং কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।