February 15, 2025, 7:31 am
মংচিন থান কুয়াকাটা থেকে।।কুয়াকাটা কালাচান পাড়া রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্রের, বাংলাদেশ আদিবাসী ফোরাম বরিশাল অঞ্চল আয়োজনে ২৯ শে আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় রাখাইন আদিবাসীদের ভূমি, ভাষা, শিক্ষা ও সংস্কৃতিক অধিকার বিষয়ক বর্তমান প্রেক্ষিত ও আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সাংগঠনিক সম্পাদক মি:মংম্যা এর সঞ্চালনায় বাংলাদেশ আদিবাসী ফোরামের বরিশাল অঞ্চলের সভাপতি মি:মংচোথিন তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক মো:খান এ রাজ্জাক,পটুয়াখালী রাখাইন সমাজ কল্যান সমিতির সভাপতি মি:তেনসুয়ে হাওলাদার,সাধারন সম্পাদক মি:মংতেন তালুকদার,বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,আমখোলা পাড়া সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মি:চোতেন তালুকদার, কালাচান পাড়া সমাজ সেবক মি:মংম্যাচিং, ও দিয়া আমখোলা পাড়া সমাজ সেবক মি:মংখেন প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সরকারি চাকুরিতে আদিবাসীদের ৫% কোটা সংরক্ষণ করতে হবে।রাখাইন ছাত্র-ছাত্রীদের জন্য মাতৃভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ এবং রাখাইনদের প্রতি মিথ্যা মামলার গুলো দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি জানান।#