April 19, 2025, 8:58 am
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।
পাইকগাছায় থানা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্র অংশ হিসেবে উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভার চত্বরে প্রশাসন অনুমতি দিলেও পরবর্তীতে অনুমতি প্রত্যাহার করে গদাইপুর ফুটবল খেলার মাঠে সমাবেশ করার অনুমতি দেয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ন আহ্বায়ক আবু হোসেন বাবু, শামছুল আলম পিন্টু, খান জুলফিকার আলী জুলু, আরশাফুল ইসলাম নান্নু, মোল্যা মফিজুল ইসলাম মফিজ, জেলা যুবদলের সভাপতি শামিম কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুবায়েদ, জেলা ছাত্র দলের সভাপতি মান্নান মিত্রী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুস সাত্তার, থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। বক্তৃতা করেন,
সহ সভাপতি আসলাম পারভেজ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাখী, জিয়াউদ্দিন নায়েব, মোস্তফা মোড়ল, কামাল আহমেদ সেলিম, থানা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম তারিক , পাইকগাছা থানা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল সদস্য সচিব ইমরান সরদার, যুগ্ন আহ্বায়ক মোহর আলী, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, কৃষক দলের থানা সভাপতি মেছের আলী, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহমেদ মানিক,থানা জাসাস দলের সভাপতি মুজিবুর রহমান,সম্পদক সাহেদ আলী বাবলা , থানা শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুক আহমেদ থানা ছাত্রদলের আহ্বায়ক দেবেন ঘোষ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ,সম্পদক ও অঙ্গ সংগঠনের সভাপতি ,সম্পাদকবৃন্দ।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।