January 2, 2025, 5:04 pm
বায়জিদ হোসেন, মোংলা:
বিএনপির শাসন আমলে মোংলা বন্দর ছিলো আই,সি,ইউতে বলে মন্তব্য করেছেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সস্মানিত অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই বন্দরকে উজ্জীবিত করেছেন। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। বক্তৃতায় তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন ভুঁইয়া
বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটাই লক্ষ্য ছিল পরাধীন জাতিকে স্বাধীন করা এবং দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলেন বলেই তিনি আজও প্রতিটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ স্বাধীন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড। জাতি হিসেবে আমাদের লক্ষ্য হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করা। শনিবার (২৭ আগষ্ট) বিকেল ৫ টায় ইউনিয়নের দিগরাজ বাজারে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ’লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু অর্ধেন্দু শেখর বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান’র সভাপতিত্বে সঞ্চালনায় সস্মানিত অতিথি’র বক্তৃতা রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি), প্রধান অতিথির বক্তৃতা রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন ভুঁইয়া, মোড়লগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহি আলম বাচ্চু, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, খুলনা জেলা সেস্বাসেবকলীগ’র সভাপতি শেখ মো. আবু হানিফ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান শেখ, ইউনিয় শ্রমিক লীগের সভাপতি জি এস টনি, প্রমূখ। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।