November 5, 2024, 4:20 am
এস এম মিলন নিজস্ব প্রতিবেদনঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। মাদক ছেরে খেলতে চল এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ আগস্ট ২০২২ ইং বৃহস্পতিবার, বেলা- ০৩ ঘটিকায় ক্ষেতলাল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি রায়হান আলম এর সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ওসি রওশন ইয়াজদানী, বোরহান উদ্দিন, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর স্কুলের সভাপতির সহধর্মিণী ফয়জননেছা হাসি, ক্ষেতলাল উপজেলার যুবলীগ নেতা হেলাল উদ্দিন ও বড়তারা ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম
পাঠানপাড়া বাজার স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রায় ১০০ জন সদস্যসহ ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন-অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষক) মোঃ আব্দুল হান্নান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খান।
উক্ত খেলা শেষে ২০১৯ শিক্ষাবর্ষের বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে খাসি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।