January 15, 2025, 4:54 am
আজিজুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে শুক্রবার সকালে ৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ জাকারিয়া হোসেন (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক জাকারিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামের মোঃ মোকচ্ছেদ মোল্লার ছেলে।
ফেনসিডিল পাচারের গোপন খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ শুক্রবার সকাল ১০ টার দিকে বসতপুর গ্রামের বিল্লাল হোসেনের পেঁয়ারা বাগানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।