April 22, 2025, 6:38 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ২৫শে আগষ্ট সকাল ১০টার দিকে উপজেলা শ্রীনগর দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে ।
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে শ্রীনগর উপজেলার বিএনপি বাইপাস সড়ক কে জুড়ে হয়ে মিছিল বের করেন ।
এ সময় ছাত্রলীগ মিছিল করে ঐ এলাকায়
এসে পৌঁছলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শ্রীনগর উপজেলা বি এনপির সদস্য সচিব মোঃহাবিবুর রহমান খাঁন ,মহিলা দলের নেত্রী সেলিনা রিডা ,শ্রীনগর যুব দলের সভাপতি জয়নাল আবেদীন জেমস ,যুবদল নেতা মুছা রানা সহ বেশ কয়েক জন নেতা আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।
বিএনপির দাবি বিনা উস্কানি তে তাদের মিছিলে হামলা করে ৬০ জন নেতা কর্মী কে মারধর করে আহত করেন ।তবে ছাত্র লীগ দাবি করে বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টগোল সৃষ্টি করে ।
বেলা ১১টা দিকে আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ঢাকা মহা সড়কের মাওয়া একপ্রেসওয়েতে ফ্লাইওভারে নিচে আবস্হান নিয়ে বিএনপি নেতা কর্মীদের ফিরিয়ে দেন। এ সময় শ্রীনগরে ডুকতে বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতা কর্মীরা।
এ বিষয় শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ।