November 10, 2024, 6:21 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় সাঁওতাল পাড়ায় শ্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্রের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শ্রী শ্রী গীতা পূজা,মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১১টার সময় সাঁওতাল স্টুডেন্টস ফোরাম ও সাঁওতাল উন্নয়ন সংসদ এর আয়োজনে পানছড়ির বড় সাঁওতাল পাড়া শিব মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সাঁওতাল উন্নয়ন সংসদ এর সভাপতি আকশ মুরমু এর সঞ্চালনায় ও সাঁওতাল স্টুডেন্টস ফোরাম এর সভাপতি মানিক মুরমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবালয় মন্দির পরিচালনা কমিটি সভাপতি বিজয় কুমার দেব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব মানিক।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মিঠুন সাহা,সাঁওতাল উন্নয়ন সংসদ এর সাবেক সভাপতি মিন্টু কিস্কু,জাগো হিন্দু পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক নয়ন দেবনাথসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বড় সাঁওতাল পাড়ায় স্রী শ্রী গীতা শিক্ষা কেন্দ্র চালুর প্রধান ও প্রতিষ্ঠাতা উদ্দোক্তা নয়ন দেবনাথকে সাঁওতাল স্টুডেন্টস ফোরাম ও সাঁওতাল উন্নয়ন সংসদ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।