December 14, 2024, 8:03 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়িতে চুরি করতে এসে মোটরসাইকেল রেখে চোর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার পৌর শহরের গোয়াগাঁও এলাকায় বিশিষ্ট্য ব্যাবসায়ী নাসির উদ্দীনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ব্যাবসায়ী নাসির উদ্দীন জানান তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাবসা করেন। তিনার মাধ্যমে উপজেলার পৌর শহরসহ ১০ টি ইউনিয়নের মধ্যে গ্যাস সিলিন্ডার সরবাহ করতেন । তিনার ধারনা চোর তার বাড়ি সংগ্লন সিলিন্ডারের গোডাউন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার চুরির করার উদেশ্যে এসেছিলেন।
রাতে হঠাৎ করে গাড়ীর শব্দ হলে ব্যাবসায়ী নাসির উদ্দীন ঘর থেকে বাহিরে বের হলে চোর মোটরসাইকেল রেখে চোর দৌড়িয়ে পালিয়ে যায়। তবে ব্যাবসায়ী নাসির চোরকে চিনতে পারেন নি। এর আগেও তার বাসা থেকে চুরির ঘটনা ঘটেছিল।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান এ বিষয়ে কোন মামলা হয়নি। ঘটনা স্থল থেকে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও