March 17, 2025, 8:55 am
নিজস্ব প্রতিনিধিঃ
পটিয়ায় সিএনজি সমবায় সমিতির উদ্যাগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ২৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী উপলক্ষে শোকর্যালী শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ বদিউল আলম।
পটিয়া অটো টেম্পো-টেক্সি, সিএনজি সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভা জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন- উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন- সিএনজি সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান মল্ল, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা হাসান শরীফ, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, নুরুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, নুরুল আমিন, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, মো. বাবলু, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন।
আলোচনা সভার পূর্বে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শতাধিক গাড়িবহর নিয়ে শোকর্যালীটি পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।