March 18, 2025, 1:43 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা,জনগণের চরম ভোগান্তি-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’র হস্তক্ষেপ কামনা।
ঢাকা আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক থেকে শাখা রোড জামগড়া বাশতলা, হিয়ন গার্মেন্টসের পিছনে, সরকারি প্রাইমারি স্কুল রোড, মোল্লাবাড়ি রোডসহ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা-সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি হয়। বাইপাই-আব্দুল্লাহপুর সড়কে সবসময় চলছে দূরপাল্লার গাড়িসহ বিভিন্ন যানবাহন। মহাসড়ক থেকে শাখা সড়ক ও বিভিন্ন রাস্তার বেহাল অবস্থার উন্নয়নমূলক কাজ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ঢাকা-১৯ আসনের এমপি’র হস্তক্ষেপ কামনা করছেন শ্রমিক সাধারণ ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন রাস্তায় হাটু পানি, আলতাব হোসেন, মকুল ভুঁইয়া ও একাধিক শ্রমিকসহ অনেকেই বলেন, রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কেউ এ ব্যাপারে সঠিক সমাধান দিতে পারছেন না।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী হালিম মৃধা গণমাধ্যমকে বলেন, বৃষ্টি নেই, বাড়ি ঘরের ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে কিছু পাকা রাস্তায় হাটু পানি হয়েছে। অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ করা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে থাকার কারণে এই চিত্র হয়েছে বলে তিনি জানান।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এলাকা পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকাসহ যেসকল রাস্তা-ঘাট বেহাল অবস্থায় রয়েছে, প্রতিমন্ত্রী বলেছেন, অতি দ্রুত এসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা করাসহ নয়নজুলি খালটিও উদ্ধার করে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করা হবে।