September 20, 2024, 1:17 am
চাটমোহর (পাবনা)প্রতিনিধিঃ
চাটমোহর উপজেলা আইন শৃংখলা কমিটি এবং উপজেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির আগস্ট ২০২২ মাসের যৌথ সভা আজ ২৪ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইসাহক আলী মানিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেলারেল ম্যানেজার আলহাজ উদ্দিন শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. নাজিম উদ্দিন মিয়া, ডিবিগ্রাম বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা প্রকাশক ও সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়াউল হক সিন্টু, ব্র্যাক কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমূখ।
আলোচনায় বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে সৃষ্ট সংকট নিরসনে নজরদারি, স্বোতিজাল বন্ধ রাখা, নারী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজারদের নিয়ন্ত্রণ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এন্ড্রয়েড ফোন ব্যবহার, পৌর সদরের ময়লা সমস্যার সমাধান, বড়াল নদীকে ময়লার ভাগার থেকে রক্ষা, ট্রেনের টিকিট কালো বাজারী বন্ধ করণ, রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিয়ন্ত্রণ, সারের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ, গ্রামপর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট নিরসনের বিষয় গুলো গুরুত্বের সাথে উঠে আসে।
সভায় চাটমোহর উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃতৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ উভয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদদাতা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি।