November 12, 2024, 9:58 am
ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নুনিয়াপাড়া পুজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ দিনব্যাপি উৎসবের শেষ দিনে খালিয়া খালে এ প্রতিযোগিয়া হয়।
নৌকা বাইচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী লাল,সবুজ ও হলুদ দলের হাতে ফ্রিজ,মনিটার পুরস্কার তুলেদেন।আয়োজক কমিটির সভাপতি রামপ্রসাদ বাছাড়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পবিত্র কুমার মন্ডলের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (পাইকগাছা-কয়রার) ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী,এসআই মোশারেফ হোসেন,হাফিজ।
উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিগত ২৬ বছর ধরে পুজাপার্বন,নামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।