January 2, 2025, 9:52 pm
আমাদের সুন্দরবন মো. আমজাদ হোসেন রতন
সুন্দরবন পাহাড়ি বনজ গাছ গাছরা ভরা সমতল উঁচু-নিচু নিয়ে এর অবস্থান।
অপরূপ সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম, তোমার মাঝে রয়েছে মানবজাতির সরল নিঃশ্বাসের আহ্বান।
কোটি মানুষকে দিচ্ছ বিশুদ্ধ বাতাস, তোমার মাঝে রয়েছে হরেক প্রজাতির পশু আর পাখির কলতান।
সকাল-সন্ধ্যায় সাজো তুমি অপরূপা, ছোট ছোট নদী বেষ্টিত রয়েছে ঝর্ণা ও পাখির কলতান, তুমি কি নারী! নহ নর জানি।
তোমার মোহতে পাগল সকলে দেখে তোমার রুপ, কি যে অপরুপ।
সারি সারি সুন্দরি, গজারি আরো না কত কি, ছায়া আর শীতল বাতাসে মন যে আমি হেরি।
তুমিতো অপরূপ সুন্দরী।
সুন্দরবন তোমারে তাইতো এমন করে ভালবেসে বার বার ছুটে আসি।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমারি এই ভুমি খানি, তোমারি রূপে বাড়িয়েছো আরও একটু খানি।
দেখবো তোমায় কাটাবো সময় কত না স্বপ্ন বুনি, একবার দেখলে মন ভরেনা তোমার ঐ রুপ খানি।
তোমার মাঝে ঠাঁই দিয়েছো কত না জীব জানোয়ার, বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের সুন্দরী গাছ, রয়েছে ঔষধি গাছের সমাহার।
সবুজ পাতায় পাতায় অক্সিজেন ভরা জোৎস্না স্নাত আমাদের সুন্দরবন, আমাদের অহংকার।
মৌমাছির গুঞ্জন শুনি গভীর অরণ্যে ফুলে-ফলে ভরা কতনা বৃক্ষরাজি, ঝরনার জলধারা খেলছে অবিরাম।
ধ্বংস গড়ার খেলায় মত্ত অবিরাম।
নাগ নাগিনীর মিলন দেখো একটু খানি, হাজারো পাখির কলতান।
বিশ্ববাসীকে যেন ডেকে ডেকে করে আহ্বান, এসো এসো হে সখা প্রকৃতিপ্রেমী এই সুন্দরবনে।