December 3, 2024, 8:52 pm
মোংলা(বাগেরহাট) প্রতিনিধি।
ঝড়ের কবলে পড়ে ইন্জিনের ক্রুটির কারণে ভাসতে ভাসতে তিনটি ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে এসকল জেলেদের হস্তান্তর করেন। উদ্ধার হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার রাতে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন’র সদর আনার পর তাদের ট্রলার মালিক মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। অসুস্থ এসকল জেলেদেরকে চিকিৎসা ও খাবারসহ পোশাক সহায়তা দেয়া হয়েছে কোস্ট গার্ডের পক্ষ থেকে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফ,বি জান্নাতুল ফেরদৌস, এফ,বি আব্দুল্লাহ-০১ ও এফ,বি মায়ের দোয়া ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ওই দেশীয় সমুদ্রে টহলরত ভারতীয় কোস্ট গার্ড শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করেন। এরপর দুইদিন ধরে পর্যায়ক্রমে আরো ২২ জেলেকে উদ্ধার করেন ভারতীয় কোস্ট গার্ড। তারপর দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে উদ্ধার হওয়া ৩২ জেলেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে স্থানান্তর করে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়েছে। মঙ্গলবার রাতে মোংলায় আনার পর তাদেরকে তাদের ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড। এ সকল জেলেদের বাড়ী পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায় বলে জানায় উদ্ধার হওয়া জেলেরা।