January 2, 2025, 6:38 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে পরিত্যাক্ত
টয়লেটে গাঁজা চাষ, পুলিশের অভিযানে গাঁজা গাছ উদ্ধার। চাষীকে
না পেয়ে তার বড়ভাইকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে
ক্ষেতলাল থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার
কুসুম শহর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই
গ্রামের সুমন(২৭) এর বাড়ীর পরিত্যাক্ত টয়লেট থেকে ৮০০ গ্রাম ওজনের
৫ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে
গাঁজাচাষী সুুমনকে না পেয়ে তার বড়ভাই মাসুদ রানা(৩১)কে আটক
করে পুলিশ। আটককৃত মাসুদ রানা ও পলাতক সুমন উপজেলার কুসুম
শহর গ্রামের ইসমাইল মন্ডলে ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সকলের
অগোচরে গাঁজার গাছ লাগিয়েছে ছোটভাই সুমন পুলিশ দেখে সে
পালিয়েছে। রড়ভাই মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, মঙ্গলবার
গ্রেফতারকৃত গাঁজা চাষীকে মাদক মামলায় কারাগারে পাঠানো
হয়েছে।