December 14, 2024, 7:01 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার মাষ্টার পাড়া রোকেয়া – রশীদ ইসলামিয়া এতিমখানায় হাফেজ ছাত্রদের দস্তরবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার মাষ্টার পাড়া রোকেয়া – রশীদ ইসলামিয়া এতিমখানার প্রতিষ্টাতা ও সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুলের এর সভাপতিত্বে এতিমখানা প্রতিষ্টা করার লক্ষ্য, উদ্দেশ্য, সেখানকার ছাত্রদেরকে কোরানে হাফেজ বানানোর শিক্ষা প্রদান সহ সনদ প্রদানের উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম পি, বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কালীগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,টি, এম গোলাম রসুল, তুষভান্ডার ইউ পি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুল হাকিম। ব্ক্তব্যের পূর্বে হাফেজ ছাত্র শাহিনুর রহমানকে,খতিব মাওলানা মফিজুল ইসলাম, হাফেজ ছাত্র আব্দুল কাদের জেহাদীকে হাফেজ মাওলানা মোঃআব্দুর রশীদ ও হাফেজ ছাত্র এনামুল হককে হাফেজ মোঃ রাহেদুল ইসলাম বিপ্লব দস্তরবন্দী করেন। এ ছাত্র তিন জনকে সনদ পত্র প্রদান করেন,প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম পি। অনুষ্ঠানে বহু সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।
হাসমত উল্লাহ।।