June 1, 2023, 11:05 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোজেক্ট-৩ এর আওতায় “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১” এর উপর জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২শে আগষ্ট সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে লোকাল সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হক। তিনি বলেন- ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করতে হয়। সরকারেরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হয়ে থাকে। দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জেলা উপজেলা ইউনিয়ন নিয়ে একটি কমিটি আছে। এ বিষয়ে চেয়ারম্যানদের নজর রাখতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলিটেটর মাজহারুল ইসলাম, কবির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ,ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান,ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমসহ চার উপজেলার ইউপি চেয়ারম্যানগণ ও সকল ইউনিয়নের চেয়ারম্যান সচিব।