December 1, 2023, 2:59 am
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল।
বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ২২ আগস্ট দুপুর ১২ টায় উপজেলা নির্বাহি অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটালত্বের আওতায় ১১৬ টি ওয়াইফাই ডিভাইস, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ১০ টি হুইল চেয়ার, চলার ক্রেস ৮ টি এবং হেয়ারের ৬ টি বিতরন করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
সহকারী শিক্ষা অফিসার পরিমল রাযের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কামাল হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকতা গন।
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।