April 29, 2025, 7:59 am
পিরোজপুর প্রতিনিধি,
পিরোজপুরের নেছারাবাদে মিয়ারহাট বন্দরে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও ৩টি বসতঘর ভস্মিভুত হয়েছে।
গতকাল রোববার সন্ধার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন বিল্ডিং এর চারটি গোডাউনে ঘরে থাকা জাল, প্লাষ্টিক সামগ্রি রশি ও অন্যান্য মালামাল ভস্মিভূত হয়। ১ঘন্টার ব্যবধানে বেপারী বাড়ি আরো ৩টি বসত ঘরে আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল সালামের নেতৃত্বে ফায়ার ফাইটার তরিকুল আলম সহ অত্র ইউনিট ঘটঁনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, ফারুক মিয়ার মালিকানাধীন বিল্ডিং ইব্রাহিমের সুতার গোডাউন,ফারুকের নেটের গোডাউন,জব্বার মুন্সির ক্রোকারিজ এর গোডাউন,হিরুর কীটনাশক এর গোডাউন পুড়ে যায়।
এছাড়া বেপারী বাড়ি মহসিন এর বসতঘর রান্নাঘর,আনসার মিয়ার বসতঘর রান্নাঘর, মুন্নির বসতঘর রানা ঘর,পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিমাণ ৩০লাক টাকা এবং উদ্ধার কৃত মালের মূল্য ১ কোটি ২০ লাক টাকা।