April 29, 2025, 9:00 am
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগ। রোববার বিকেল হতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীগন সমাবেশে যোগদেওয়ার জন্য অডিটোরিয়ামের সম্মুখে সমবেত হতে থাকে পরে সমাবেশটি এক জনসমুদ্রে পরিনত হয়। সন্ধায় মধুপুর অডিটরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিষমারা ইউসনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন, সহ সভাপতি শোলাকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, আওয়ামী লীগের যুগ্ন- সম্পাদক সাবেক মেয়র মাসুদ পারভেজ প্রমুখ। এসময় যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
বক্তৃতাগণ বলেন, নৃশংস ২১শে আগস্ট ২০০৪ সালের বিভীষিকাময় ভয়াল ও রক্তাক্ত আজকের এই দিনটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা সেদিন আল্লাহর রহমতে প্রাণে বেঁচে ছিলেন বলে আজ বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল উন্নয়ন গুলো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মধুপুর উপজেলা আওয়ামী লীগ সব সময় স্মরণ করে থাকে এই দিনটি কে। একুশে আগস্টে আইভি রহমানসহ যারা গ্রেনেডের হামলায় নিহত হয়েছেন ও বেঁচেও পঙ্গুত্ব জীবনযাপন করছেন তাদের জন্য দোয়া ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরিফ।