April 29, 2025, 8:01 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঘাটাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত স্বর্ণের দোকানগুলোতে লাইসেন্সবিহীন এসিড ব্যবহার ও জমজমাট সুদের কারবার আশুলিয়ায় নি-ষিদ্ধ ইলিশের জাটকা অবাধে বিক্রি করলেও প্রশাসন নিরব ভুমিকায় পাইকগাছার গড়ইখালীতে রাস্তা খুঁড়ে কালভার্ট নির্মাণ ; সরবরাহ নিয়ে বিপাকে তরমুজ চাষিরা পাইকগাছায় তাল গাছের রস আহরণে ব্যাস্ত সময় পার করছে গাছিরা নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত নারীসহ পাঁচজন আহত ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উদযাপন বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী’র ৫১ তম জম্ম মৃত্যু বার্ষিকী পালন এনামুলের ব্যাংক হিসাবে ২,২৪২ কোটি টাকার লেনদেন, দুদকের দুটি মা-মলা সাভারে পৃথক সড়ক দুর্ঘ-টনায় নারীসহ তিনজন নিহ-ত
পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,শিক্ষার্থী সহ একই সম্প্রদায়ের ১২ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে,অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা( ৫০) যমুনা সানা(৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২) রনজিৎ সরদার( ৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার( ১৮) ও রামপ্রসাদ সরদার,শ্যামলী রানী সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়। এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান,বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। তিনি আরোও জানান,সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার,মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী,সোহাগ কাগজী,সহ ভুট্টা কাগজী, আলমতলার মোস্ত,জামাল সহ ৩৫/৪০ ভাড়াটে লোকজন নিয়ে এ জমিতে পৌঁছে বাসা বেধে দখল চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১২ জন নারী-পুরুষ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেওয়া হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD