December 9, 2023, 7:19 am
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা
আওয়ামী যুবলীগের উদ্যোগে রক্তাক্ত ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিন্দা, দোয়া ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২১ আগস্ট রোববার
আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে ও সম্পাদক জুবায়ের ইসলামের সঞ্চালনায তানোর থানার মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের
সম্পাদক আমির হোসেন আমিন, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, কাঁমারগা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, রামিল হাসান সুইট,মাহাবুর রহমান মাহাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ তানভির রেজা ও পঙ্কজ কুমার হালদার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে প্রতিবাদ সভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।