March 25, 2025, 10:18 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
সরকারের ভিশন-২০২১ এর দীর্ঘমেয়াদি ১০টি লক্ষ্যের মধ্যে প্রতিটি থানায় ২০২১ সালের মধ্যে ইলেকট্রনিক এফআইআর ও জিডি চালুর উদ্যোগ নেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১-জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ দিন বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনলাইন জিডি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি থানা ও তাদের নিয়ন্ত্রণকারী সার্কেল, জোন কিংবা জেলা বা মেট্রো ইউনিটসহ সকল পর্যায়ে প্রায় ৬ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষিত করার প্রক্রিয়া চলমান ।
উদ্বোধনের পর থেকে সারা দেশের ন্যায় পঞ্চগড় জেলার মানুষ অনলাইন জিডি’র সুবিধা ভোগ করেছে ।অনলাইনে জিডি করার ফলে সময় ও অর্থ দুই সাশ্রয় হচ্ছে ।
এখন মানুষ জিডি করতে থানায় আসার পরিবর্তে বাড়িতে অবস্থান করে থানায় জিডি করতে পারছে। এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা জানান, অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের হয়রানি অনেক কমেছে । এখন জিডি কাউকে কষ্ট করে থানায় আসতে হয় না । ঘরে বসেই একটা এন্ড্রয়েড ফোনের মাধ্যমে যেকোনো থানায় জিডি করতে পারে । যাদের এন্ড্রয়েড ফোন নেই তারা নিকটবর্তী কম্পিউটারের দোকানে গিয়ে খুব সহজেই থানায় জিডি করতে পারবে । অনলাইন জিডি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই নিজের সমস্যার কথা তুলে ধরতে পারে ভুক্তভোগী । জিডি করার কয়েক সেকেন্ডের মধ্যেই তার মোবাইলে এসএমএস যাবে । যেই এসআই বিষয়টি তদন্ত করবেন তার নাম ফোন নম্বর থাকবে ।
ভুক্তভোগী প্রয়োজন হলে কম্পিউটারের দোকানে গিয়ে জিডির কপি তুলতে পারবেন । বাংলাদেশ পুলিশ বর্তমানে প্রতিরোধ মূলক পুলিশিংয়ের ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে ।প্রযুক্তির সদ্ব্যবহারের কারণে এই প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা পুলিশের অর্জন করা মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে উল্লেখ করছেন তিনি । বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সুবিধাভোগী