March 18, 2025, 2:34 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
২১ আগস্টের মিছিলে আসার পথ এক কর্মীকে বাঁধা দেওয়ায় বিক্ষুব্দ কর্মীরা ধাওয়া করে ইউপি মেম্বারের মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা শহরতলীর দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৮ বছর বর্ষপূর্তিতে রবিবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এক গনজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি রয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বেলা আড়াইটার দিকে গণজমায়েতে যোগ দিতে ধর্মপুর ডিগ্রী কলেজ রোডের উত্তর প্রান্তে জড়ো হচ্ছিল ধর্মপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। ধর্মপুর এলাকার বাসিন্দা দূর্গাপুর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাশার ওরফে বাদশা মিয়া বাড়ি থেকে মিছিলে যোগ দিতে আসার পথে ডিগ্রী কলেজের সামনে স্থানীয় ইউপি মেম্বার আবদুল হান্নান সোহেল তাকে গতিরোধ করে মারধর করে। খবর পেয়ে ডিগ্রী কলেজ রোডের উত্তর প্রান্তে অবস্থান নেওয়া কর্মীরা ছুটে আসে। স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল ও ফখরুল ইসলাম রুবেল মেম্বারের নেতৃত্বে ইউপি মেম্বার আবদুল হান্নান সোহেল অনুসারীদের দাওয়া করে। এসময় গুলি বর্ষনের ঘটনাও ঘটে। দাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় বিক্ষুব্দ কর্মীরা ইউপি মেম্বার সোহেলের মটর সাইকেলটি পুড়িয়ে দেয়। বিক্ষুব্দ কর্মীদের হামলায় সোহেল অনুসারী আতিক ,শহীদ সহ ৪ জন আহত হয়। পরে কোতয়ালী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল জানান, ইউপি মেম্বার সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে হাজী বাহার এমপির টাউন হলে ডাকা গনজমায়েত ও বিক্ষোভ মিছিলে আসার পথে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের উপর হামলা করে ইউপি মেম্বার সোহেল। খবর পেয়ে আমাদের কর্মীরা দাওয়া করলে সে পালিয়ে যায়। বিক্ষুব্দ কর্মীরা তার মটর সাইকেল পুড়িয়ে দেয়।
এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলের মোবাইলে বারবার কল করেও পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ধর্মপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।