June 3, 2023, 9:17 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মর্সচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুজানগর পৌর শাখার উদ্যোগে ওই সকল কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুজানগর পৌর শাখার আহ্বায়ক এস এম সুজাউদ্দিন সুজার সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুজানগর পৌর শাখার সদস্য সচিব মো.বিপুল প্রামানিকের স ালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী লাটু প্রামানিক, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো.আনিসুর রহমান খোকন, সুজানগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু জাকারিয়া তরঙ্গ, সুজানগর পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো.আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আবুল হাশেম,সদস্য জাবেদ, রিপন,ফরহাদ, রঞ্জু, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মো.আলম খান, প্রস্তাবিত সদস্য সচিব সাকিবুল ইসলাম সনি, উপজেলা প্রজন্ম দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.আনাস হোসেন, যুবনেতা সন্টু খা,হবিবর রহমান, মাসুদ,রিপন, সিদ্দিক,শফিকুল,লতিফ,ছাত্রনেতা গাজী মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক এস এম আফতাব আহমেদ , সাবেক পৌর ছাত্রদলের সদস্য শেখ সবুজ, ছাত্রদল নেতা ইব্রাহিম,আলহাজ্ব,ইমন হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।