December 7, 2024, 8:03 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে আবদুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সুবিচার পাওয়ার আশায় স্মারক লিপি দিয়েছে বাজার ব্যবসায়ীবৃন্দ।
শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টার সময় পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।এবং এই সময় ব্যবসায়ীরা দুই ঘন্টা দোকানপাঠ বন্ধ রাখেন।
স্মারক লিপি ও মানববন্ধন এর বক্তব্য সূত্রে জানা যায়,পানছড়ি উপজেলার আবদুল করিম -পিতা মৃত আবদুল হাকিম একজন মামলাবাজ,
ভূমিদস্যু,চাঁদাবাজ আত্মীয় স্বজনদের সম্পদ লুন্ঠনকারী। তিনি বিভিন্ন সময় হুমকি-ধমকিসহ ব্যবসায়ীদের হয়রানি করে আসছে মাসের পর মাস।
স্মারক লিপি সূত্রে আরও জানা যায়, পানছড়ি বাজারের বন্দোবস্তী মামলা নং-০১ (ডি) ৮৭-৮৮ (পানছড়ি) এর ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৪৩ ধারা মতে জমির বিক্রেতা হিসেবে জেলা প্রশাসক খাগড়াছড়ি কর্তৃক ক্রেতা বাজার ফান্ড প্রশাসক (পানছড়ি বাজার সম্প্রসারণ প্রকল্প) এর নামে ১.১৩ একর ভূমি রেকর্ড সংশোধন আদেশ পাওয়ার প্রেক্ষিতে রেকর্ড সংশোধন করা হয়। ১৯৯৫৩৮ নং খতিয়ান সৃজন করা হয়।উক্ত প্লট দীর্ঘ দিন যাবত ব্যবসায়ীরা ভোগ-দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে।এবং নিয়মিত বিভিন্ন সরকারী রাজস্ব করও পরিশোধ করে আসছে ব্যবসায়ীরা।
আয়োজিত মানববন্ধনে সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নাজির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী উত্তম দেব,সাবেক মেম্বার জয় প্রসাদ দেব,সাবেক মেম্বার মনির হোসেন,অভিযুক্ত আব্দুল করিমের ভাই দুলাল মিয়া,ওবায়দুল হক আবাদ,সমীর সাহা সহ ব্যবসায়ীব্রন্দ।
সমাবেশে বক্তারা বলেন উল্লেখিত ব্যক্তি একজন মামলাবাজ এবং দুর্নিতীবাজ। তিনি বিভিন্ন সময় অহেতুক আমাদের ভোগ দখলকৃত জায়গা তার বলে দাবী করেন। এবং একেক সময় তিনি একেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেন ।এই সময় বক্তারা আরও অভিযোগ করেন মোঃআব্দুল করিম প্রকাশ্যে দোকানে আগুন লাগিয়ে দেবে বলে হুমকি দিয়ে আসছে।অবিলম্বে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।