July 6, 2025, 5:54 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার টি. এম. শাহ্ আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, ইউআরসি ইন্সট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবিন হাওলাদার, খাদিজা খানম ও রনজিত চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
সভায় উপজেলার ১শ ৪৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন অংশ নেন। শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকত হাচানুর রহমান রিমন বলেন, একটি মেধাবি ও দক্ষ জাতি তৈরির জন্য সর্বাগ্রে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর শিক্ষার মানোন্নয়নে মানসম্মত শিক্ষকরা সবচেয়ে নিয়ামক ভূমিকা রাখতে পারেন। শিক্ষা কিন্তু খুব সহজ বিষয় নয়, এজন্য কষ্ট করতে হবে। শিক্ষকরা যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুর্বল শিক্ষার্থীদের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কেন পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে তা নিয়ে আমাদের আত্ম-বিশ্লেষণ করতে হবে।
বন্যা তালুকদার
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।