November 12, 2024, 10:49 am
গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ১শ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর বাড়ী গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লায়।
গত শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ সদর দপ্তরের সামনে এ অভিযান পরিচালানা করা হয়। আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা (২৫) ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত
হোসে ন (২৯)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অভিযান পরিচালানা করা হয়। এসময় ১০ লাখ টাকা মুল্যের ১শ গ্রাম হেরোইন সহ ঐ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
শনিবার (২০ আগস্ট) দুপুরে আটককৃত মাদক কারবরীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।