December 26, 2024, 1:23 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সত্যে অবিচল”এই স্লোগানকে সামনে রেখে ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২০ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের আহবায়ক ও ভোরের ডাক প্রতিনিধি একরামুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক আজিজার রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি হাসান আলী, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহবায়ক ও তৃতীয় মাত্রা প্রতিনিধি এস কে মুকুল, সদস্য আমার সংবাদ প্রতিনিধি কাজী রুহুল আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক মহাস্থানগড় প্রতিনিধি মাহমুদুল হাসান চৌধুরী রকেট, ক্লাবের সদস্য মানবজমিন প্রতিনিধি আবু হাসান, প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি এস এম মিলন, সূর্যোদয় প্রতিনিধি ওয়াকিল আহমেদ, আমাদের সময় প্রতিনিধি আহমেদ পান্না, চাঁদনী বাজার প্রতিনিধি আমানুল্লাহ আমান প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকালের সংযোগ ২৪ ডটকম সম্পাদক রাশেদ খান ও ভারপ্রাপ্ত সম্পাদক মুনছুর হেলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান।