February 15, 2025, 4:52 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৈলা শিশু নিকেতন হলরুমে শনিবার দুপুরে আলোচনাসভা, বাদ যোহর দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে কালো ব্যাজ ধারণ করা হয়।
গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জান হালিমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ ছাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, ইউপি সদস্য সৌরভ মোল্লা। গৈলায় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।