December 6, 2024, 11:23 pm
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
স্বরূপকাঠিতে ইউএসএইড মার্কেটিং ইউনোভেশনস ফর সাসটেইনেবল হেলথ্ ডেভলপমেন্ট প্রজেক্ট এসএমসি নতুনদিন কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমেরর গোল্ড স্টারদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই আগষ্ট বুধবার সকাল ১১ঘটিকায় তাদের অফিস কক্ষে গোল্ড স্টারদের এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন।এ সময় প্রধান অতিথি কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট কর্তৃক
পরিচালিত মার্কেটিং ইনোভেশনস্ ফর সাসটেইনেবল হেলথ ডেভেলপমেন্ট (এমআইএসএইচডি) এর আওতাধীন “নতুন দিন” প্রকল্পের কার্যালয় পরিদর্শন করেন। জিএসএমদের মাসিক সম্বনয় সভায় অংশগ্রহন করা গোল্ডস্টারদের সাথে মতবিনিময় করেন এবং পাশাপাশি প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও স্থায়িত্ব আনয়নে অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সামগ্রী ও সেবা প্রদান নিশ্চিত করার বিষয় বর্তমান মাঠ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং তাদের কার্যক্রমের জন্য সন্তুষ্টি
প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর ধারারবাহিকতা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ মাহাবুব আলম – পিওসিএম এসএমসি, মোঃ ইকরামুল হাসান -ডিপিএম সিডবিউএফডি, মোঃ মেহেদী হাসান সজীব-ডিটিএল সিডবিউএফডি, স্বপ্না
দত্ত, এফএস সিডবিউএফডি এছাড়াও উপস্থিত ছিলেন স্বরুপকাঠী উপজেলার ১১টি ইউনিয়নের মোট ২২জন জিএসএম উপস্থিত ছিলেন।