March 16, 2025, 9:49 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ১৯ আগস্ট শুক্রবার সকাল১০ টায় বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উদ্দোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে বানারীপাড়ার প্রধান প্রধান সড়ক বিভিন্ন অলিগলিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রেলির মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হয়। শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার, বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুন্ডু, সম্পাদক বাবুল দাস, বানারীপাড়া লোক নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সজল সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমম রায় সুমন, পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বণিক, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, শিমুল সাহা,সন্জয় হালদার,অমিত কুন্ডু প্রমুখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।