November 6, 2024, 4:51 pm
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুরিতা হিন্দু ছাত্র সংসদ এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবুনির্মল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবু সন্তেষ কুমার বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন প্রচারক অমূল্য গৌরচরণ দাস, মনোজ বড়াল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, তথ্য বিষয়ক সম্পাদক আলামিন বেপারী, আইটি সম্পাদক আশীষ কির্তুনিয়া, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রতিষ্ঠাতা সদস্য পান্না, হিন্দু ছাত্র সংসদ এর কমিটির আরো উপস্থিত বাবু সজল হালদার, মিলন হালদার( এস, আই) শ্রীমতি তৃপ্তি রানী সরকার, হৃদয় হালদার, শিশির মন্ডল, লিমন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন করেন শ্রীমতি তৃপ্তি রানী সরকার। অনুষ্ঠান শেষে গীতা পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।