March 17, 2025, 7:24 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ঢাকা থেকে আগত ইসলাম পরিবহনের একটি বাসে আনুমানিক ২৫ বছর বয়সের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই অচেতন লোকটিকে পাথরঘাটা বাসষ্ট্যান্ডে পাওয়া যায়। বুধবার সন্ধ্যায় ঢাকাথেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহন রাতের কোনো এক সময় এখানে পৌছে এবং অচেতন ওই বাসযাত্রীকে ফেলে রেখে তারা আবার ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পাথরঘাটার ট্রাফিক পুলিশের উপস্থিতিতে স্থানীয় রাজু খান এবং অন্যান্য লোকজনের সহায়তায় ওইব্যক্তিকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসের ওই যাত্রীর কাছে কিছুই পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে পালিয়ে গেছে।
সর্বশেষ দুপুরে এরিপোর্ট তৈরীকালে তার চিকিৎসা চলছিল। তার জ্ঞান ফিরে আসলেই হয়তো জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য #
অমল তালুকদার।