January 3, 2025, 12:49 am
নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার
ধলঘাট ইউনিয়নে উওর সমুরা, রতনপুর মৈতলা বায়তুল ফালাহ জামে মসজিদ হতে নয়াহাট পর্যন্ত ডাবল ব্রিক এর উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপির বিশ্বস্ত সহচর ধলঘাট
স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ধলঘাট উন্নয়নের আয়কন আলহাজ্ব আবুল বশর চৌধুরী, উওর সমুরা জনগণের দীর্ঘদিনের স্বপ্ন হুইপ মহোদয়ের অনু প্রেরনায় আবুল বশর চৌধুরীর প্রচেষ্টায় গতকাল বিকালে উন্নয়ন কাজের পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা আবু, তাহের, মুক্তিযোদ্ধা হাজী আবদু রহিম, শহীদুল আলম মল্ল,ফরিদুল আলম,শহীদুল ইসলাম মেম্বার, শাহনেওয়াজ তালুকদার,সমাজসেবক আশরাফুল আলম বাবু সহ আরো অনেকেই।