December 1, 2023, 2:23 am
আনোয়ার স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
বিজয় টিভি পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ ফয়সাল হাসানকে প্রাননাশের হুমকি দিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিব।এ বিষয় ১৫আগষ্ট নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
১৫আগষ্ট জগন্নাথকাঠি তার নিজ এলাকায় বসে প্রকাশ্যে প্রান নাসের হুমকি দেয় রাকিব। বেলা ১২টার দিকে কাবারেক মেম্বরের বাসার সামনে দোকানে বসে সাংবাদিকের এর শ্যালকের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন ঐ স্থানে প্রায় উপস্থিত ৫০জন লোকের সামনে বসেই প্রান নাশের হুমকি দেয়। এ ব্যাপারে স্বরূপকাঠি থানায় নিজের ও পরিবারের প্রাননাশের সংকায় নেছারাবাদ থানায় সাধারন ডায়রী করেছেন ফয়সাল হাসান। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
সাংবাদিক ফয়সাল জানান,গতকালও হাতুড়ি হাতে আমার বাসার চারপাশে ঘুরতে দেখা গেছে রাকিবকে। জগন্নাথকাঠি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাকিব (৩০) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত। তার এই কাজে সবধরনের সহযোগিতা করছেন রাকিবের মা কাজল বেগম (৪৫)।
গত বছর একটি মামলায় এ এস আই রাজিব বিশ্বাস একটি মাদকের মামলায় রাকিবকে আটক করে।তখন রাজিবের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ।পরবর্তীতে স্বরূপকাঠি থানা পুলিশ রাকিবকে আটক করে জেল হাযতে পাঠায়।সে মামলা এখনও চলমান।এছারা রাকিবের মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করলে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাবারেক কে বেদম মারধর করে তার হাত ভেঙে দেয় এই রাকিব। তখন এলাকাবাসি রাকিবকে আটকের জন্য গন স্বাক্ষর দিয়ে থানায় জমা দিয়েছিলো।
ঐ সময় আমি সংবাদ প্রকাশ করি।সংবাদ প্রকাশের ঘটনার জের ধরে আমাকে ১৫ আগস্ট মেম্বার এর বাসার সামনে দোকানে বসে প্রাননাশের হুমকি দেয় রাকিবের মা তখন উপস্থিত ছিলো।
আজ তিন দিন অতিবাহিত হলো অথচ প্রশাসনের পক্ষ থেকে কোন কর্তব্যরত পুলিশ অফিসার ঐ এলাকায় যায়নি বলে জানান সাংবাদিক। সাধারণ ডায়েরির বিষয়টির দায়িত্বে থাকা এস আই খালেকুজ্জামান জানান,আমি জরুরি কাজে গোপালগঞ্জ গেছি ফিরে এসে বিষয়টি দেখছি। বিসয়টি নিয়ে স্বরূপকাঠি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করছেন।