March 16, 2025, 10:04 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বেসরকারি সাংস্থা, আভাসের উদ্যোগের উপকূলীয় নারীদের পরিবেশ বান্ধব বিকল্প আয়বর্ধক উদ্যোগ কর্মসূচির প্রকল্প পরিচিতি সভা ও চারা বিতরণ অনুষ্ঠান ১৭ তারিখ বুধবার বেলা ১০ টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভা ও নারিকেল চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, সহযোগী সংস্থা এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা কাজল, বরগুনা প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যগন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস আয়লা পাতাকাটা ইউনিয়নে উপকূলীয় নারীদের পরিবেশ বান্ধব বিকল্প আয়বর্ধক উদ্যোগ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। যার সহযোগিতায় রয়েছে এমটিবি ফাউন্ডেশন।